Thank you for trying Sticky AMP!!

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি বামপন্থী ছাত্রসংগঠনগুলোর

আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহ’ শীর্ষক ব্যানারে আয়োজিত এক সমাবেশে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার বিষয়ে অবিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে তারা৷

আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘প্রগতিশীল ছাত্রসংগঠনসমূহ’ শীর্ষক ব্যানারে আয়োজিত এক সমাবেশে বাম সংগঠনগুলোর নেতারা এসব কথা বলেন৷

সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আমরা সংহতি জানাই৷ অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার রোডম্যাপ ঘোষণা করতে হবে৷ শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত টিকা দিয়ে স্বাস্থ্যবিমা নিশ্চিত করতে হবে।’

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি আরিফ মঈনুদ্দীন বলেন, সরকার ছাত্র আন্দোলনকে ভয় পায়। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলে এই সরকারের মসনদ বেশি দিন টিকবে না৷ অধিকার আদায়ের জন্য জনগণ ফুঁসে উঠবে, তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে৷

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের (গণসংহতি আন্দোলন) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ইকবাল কবীর, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) ঢাকা মহানগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ প্রমুখ বক্তব্য দেন৷