Thank you for trying Sticky AMP!!

শ্যামলীর সড়ক থেকে সরে গেছেন শ্রমিকেরা

রাজধানী ঢাকার শ্যামলীর মিরপুর সড়কে প্রায় তিন ঘণ্টা অবস্থান নেওয়ার পর সেখান থেকে সরে গেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

বেতন–ভাতার দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সড়ক অবরোধ শুরু করেন সেখানকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মিরপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে এই অবরোধ তুলে নেন শ্রমিকেরা।

প্রত্যক্ষদর্শী লোকজনের ভাষ্য, ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে সকালে শ্রমিকেরা অবস্থান নেন। এতে গাবতলী থেকে ফার্মগেট এবং আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে আটকে যায় শত শত গাড়ি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) দায়িত্বরত কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘তিন ঘণ্টার বেশি সময় ধরে ক্রিয়েটিভ ফ্যাশনের শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে সড়কে অবস্থান নেন। দুপুর ১২টার কিছু আগে এ অবরোধ তুলে নেন শ্রমিকেরা। সড়কে যান চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।’

আরও পড়ুন:
শ্যামলীতে পোশাকশ্রমিকদের অবরোধ, তীব্র যানজট