Thank you for trying Sticky AMP!!

শ্রমিকেরা ২ ঘণ্টা পর রাস্তা ছাড়লেন

রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে অবস্থান নেওয়া পোশাকশ্রমিকেরা অবরোধ তুলে নিয়েছেন। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে তাঁরা আজ বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি শুরু করেছেন বলে জানা গেছে। আজ সকাল আটটার পর থেকে তেজগাঁওয়ের ভেতরে ও সাতরাস্তার মোড়ে কয়েকটি কারাখানর পোশাকশ্রমিকেরা অবরোধ শুরু করেন

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করছেন বলে জানা যায়।

পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শ্রমিকেরা সড়ক অবরোধ করায় মহাখালী-মগবাজার সড়কসহ আশপাশের এলাকার সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সকাল থেকে বিভিন্ন কারখানার পোশাকশ্রমিকেরা তেজগাঁওয়ের ভেতরের রাস্তাসহ সাতরাস্তার মোড়ে অবস্থান নেন। তাঁরা রাস্তা অবরোধ করে রাখেন। দুই ঘণ্টা অবরোধের পরে বেলা পৌনে ১১টার দিকে তাঁরা রাস্তা থেকে সরে গেছেন। তবে দীর্ঘক্ষণ ওই রাস্তা বন্ধ থাকায় যানজট সৃষ্টি হয়। এখন ধীরে ধীরে তা স্বাভাবিক হচ্ছে।