Thank you for trying Sticky AMP!!

সাবেক যুবলীগ নেতা আনিসের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

কাজী আনিসুর রহমান

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক যুবলীগ নেতা কাজী আনিসুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্যাসিনো-কাণ্ডসহ নানা অপরাধে জড়িত থেকে অবৈধভাবে সম্পদ গড়ার অভিযোগে আনিসুর রহমানকে ২০১৯ সালে পুলিশ গ্রেপ্তার করে।

দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, আজ বৃহস্পতিবার কমিশনের এক সভায় কাজী আনিসুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়। তাঁর নামে ১৪ কোটি ৯৫ লাখ ২৯ হাজার ৮৩৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। শিগগির এই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।

কাজী আনিসুর রহমান যুবলীগের কেন্দ্রীয় অফিসে কম্পিউটার অপারেটর ছিলেন। পরে উপদপ্তর সম্পাদক এবং কিছুদিনের জন্য দপ্তর সম্পাদকের দায়িত্ব পান। এর মধ্যেই ঢাকায় একাধিক গাড়ি-বাড়ি, ফ্ল্যাট ও জমির মালিক হয়ে যান আনিস।

দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান আনিসুর রহমানের মামলা তদন্ত করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আনিসুর রহমান অবৈধভাবে সম্পদ অর্জন করে সম্পদ গোপন ও আড়াল করতে স্থানান্তর ও হস্তান্তর করেছেন।

Also Read: সাবেক যুবলীগ নেতা আনিছ দম্পতির ২০ কোটি টাকার সম্পদ জব্দ

Also Read: পিয়ন থেকে যুবলীগের দপ্তর সম্পাদক