Thank you for trying Sticky AMP!!

হাতিরঝিলের ফুটপাতে ধস

ধসে পড়া ফুটপাত। ছবি: লিপি রানী সাহা

রাজধানীর হাতিরঝিলের ফুটপাতের একটি অংশ ধসে পড়েছে। এতে চারজন সামান্য আহত হয়েছেন। সোনারগাঁও হোটেলের পাশ দিয়ে বাংলামোটরের দিকে যাওয়ার ফুটপাতে এই ধস হয়েছে।

আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ফুটপাতের ওই জায়গার কিছু কিছু স্থানে আগেই দেবে গিয়েছিল। আজ হঠাৎ করে ওই জায়গা হুড়মুড় করে ধসে পড়ে। এ সময় সেখানে থাকা চার পথচারীও নিচে পড়ে যান। পরে তাঁদের মই ফেলে ওপরে তোলা হয়। ফুটপাতের ওই জায়গার নিচ দিয়ে পয়োনিষ্কাশনের লাইন চলে গেছে।

নিচে পড়ে যাওয়া ব্যক্তিকে মই ফেলে ওপরে তোলা হয়। ছবি: লিপি রানী সাহা

ঘটনাস্থলে থাকা কয়েকজন বলেন, আগেই যদি কর্তৃপক্ষ সচেতন হতো, তাহলে এত বড় ধস হতো না। আজ বড় কোনো ক্ষতিও হতে পারত। হাতিরঝিলের ফুটপাতের বিভিন্ন জায়গায় টাইলস উঠে গেছে। অনেক জায়গায়ই দেবে গেছে। অনেকে আবার টাইলস চুরি করে নিয়ে যায়।

রমনা অঞ্চলের ফায়ার সার্ভিসের কমান্ডার বদরুল আলম জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের লোকজন জায়গাটি ঘিরে রেখেছ। ফুটপাত ধসে পড়ার ঘটনায় চারজন সামান্য আহত হয়েছে। একজনের মাথা কেটে গেছে।