Thank you for trying Sticky AMP!!

হিমালের প্রতিযোগিতায় পুরস্কৃত মশিউল আলমের লেখা গল্প

কথাসাহিত্যিক মশিউল আলম। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা থেকে প্রকাশিত ওয়েব ম্যাগাজিন ‘হিমাল’ আয়োজিত ‘ছোটগল্প প্রতিযোগিতা ২০১৯’-এ এবার বিজয়ী হয়েছে বাংলাদেশের কথাসাহিত্যিক মশিউল আলমের ‘দুধ’ গল্পটি। এটি ‘মিল্ক’ নামে ইংরেজিতে অনুবাদ করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি লেখক ও অনুবাদক শবনম নাদিয়া। আজ মঙ্গলবার হিমালের ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়েছে।

প্রথম আলোর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত মশিউল আলম বলেন, ‘উত্তরবঙ্গের একটি গ্রামের পটভূমিতে এ গল্প লেখা। হিমাল যে স্বীকৃতি দিয়েছে, তা সমকালীন বাংলা সাহিত্যের স্বীকৃতি। এটি বাংলাদেশের স্বীকৃতি। এ স্বীকৃতিতে আমি খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।’

মশিউল আলম আরও বলেন, ‘অনুবাদক শবনম নাদিয়াকে ধন্যবাদ। তিনি অনুবাদটি খুব চমৎকার করেছেন। আর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় থাকা এটিই ছিল একমাত্র অনূদিত গল্প।’

এ প্রতিযোগিতা সম্পর্কে মশিউল আলম জানান, বাংলাদেশ, কানাডা, চীন, ঘানা, ভারত, মালাউই, মালয়েশিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র নিবাসী লেখকেরা অংশ নেন এত। এতে প্রথমে বিভিন্ন দেশের ৩১৯টি গল্প জমা পড়ে। সেখান থেকে পরে ১২টি গল্প সংক্ষিপ্ত তালিকায় আসে। এরপর ১২টি গল্প থেকে একটিকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। সেই গল্পটিই হলো ‘দুধ’ বা ‘মিল্ক’ নামের গল্পটি। পুরস্কারের মূল্যমান ৫০০ মার্কিন ডলার। এই গল্প মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত ‘মাংসের কারবার’ গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত।