Thank you for trying Sticky AMP!!

২৪ ঘণ্টায় ১৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে

ডেঙ্গু যেন ছড়িয়ে না পড়ে সে জন্য হাসপাতালে মশারি টানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ১৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কেউ মারা যাননি। আগের দিন ছয় ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ সময়েও ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছরে ৫৪৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৬৩ জন, ঢাকার বাইরে ২৮৩ জন।

বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৬ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকায় ৩০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ২৬ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ছয়জন মারা গেছেন।

২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যু হচ্ছে। ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ২৮১ জন মারা যান গত বছর।