Thank you for trying Sticky AMP!!

রাজধানীর সাঁতারকুলে ব্যাটারিচালিত অটোরিকশার একটি গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা

সাঁতারকুলে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে আগুন

রাজধানীর সাঁতারকুল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার একটি গ্যারেজে আগুন লাগে। আজ শুক্রবার বেলা একটার দিকে সাঁতারকুলের ইয়াসিননগর জামে মসজিদের পাশে ওই গ্যারেজে আগুন লাগে। পরে বেলা দুইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩-এর উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা বেলা ১টা ২০ মিনিটে টিনশেডের ওই গ্যারেজে আগুন লাগার খবর পান। পরে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। বেলা দুইটার দিকে আগুন নিভিয়ে ফেলা হয়।

সফিকুল ইসলাম আরও জানান, আগুনে কেউ হতাহত হননি। তবে গ্যারেজে থাকা অন্তত ১৫টি ব্যাটারিচালিত অটোরিকশা পুড়ে গেছে। দ্রুত আগুন নেভানো সম্ভব না হলে তা আশপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

আগুন লাগার কারণ জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।