Thank you for trying Sticky AMP!!

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭

ডেঙ্গু যেন ছড়িয়ে না পড়ে সে জন্য হাসপাতালে মশারি টানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন ১৪৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ১২৭ জন এবং ঢাকার বাইরে ২০ জন। বর্তমানে দেশে মোট ৪৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪১১ জন এবং ঢাকার বাইরে ৬৯ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ২ হাজার ৭২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ১ হাজার ৯৯৭ জন এবং ৭২৩ জন ঢাকার বাইরের।

গত মাসে ডেঙ্গুতে  দুজনের মৃত্যু হয়েছিল। আর এ মাসের প্রথম সাত দিনের মধ্যেই ছয়জনের মৃত্যু হলো।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন।

এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।