Thank you for trying Sticky AMP!!

সড়ক দুর্ঘটনা

বিশ্ব ইজতেমার ময়দানে যাওয়ার পথে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন। তাঁরা হেঁটে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে যাচ্ছিলেন।

আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম আবুল কাশেম (৬৫)। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানায়। আহত ব্যক্তিরা হলেন মিলন মাঝি (৬০), বাদশা মিয়া (৪৫) ও মো. রাজু (৪০)।

দুর্ঘটনার সময় কাশেমের সঙ্গে ছিলেন তাঁর স্বজন রিপন মিয়া। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ব ইজতেমায় যোগ দেওয়ার জন্য গতকাল বুধবার লক্ষ্মীপুর থেকে তিনি, কাশেমসহ একই এলাকার পাঁচজন একত্রে বাসে করে রওনা দেন। আজ ভোর পাঁচটার দিকে তাঁরা বাস থেকে উত্তরার আবদুল্লাহপুরে নামেন। এরপর তাঁরা হেঁটে ইজতেমার ময়দানের দিকে যাচ্ছিলেন। আবদুল্লাহপুর মাছবাজারের কাছে দ্রুতগতির যাত্রীবাহী একটি বাস ধাক্কা দিলে কাশেম, মিলন, বাদশা ও রাজু (৪০) আহত হন। পরে চারজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আহত অবস্থায় চারজনকে সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে কাশেমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া আরও বলেন, আহত বাদশা, মিলন ও রাজুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের আঘাত গুরুতর নয়। তাঁরা শঙ্কামুক্ত।
বিষয়টি উত্তরা পশ্চিম থানাকে জানানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া।