Thank you for trying Sticky AMP!!

বনানী এলাকায় কাল চার ঘণ্টা গ্যাস থাকবে না: তিতাস

গ্যাস

রাজধানীর বনানী এলাকায় আগামীকাল বুধবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সংস্থাটি রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলায় গ্যাস বিতরণ করে।

তিতাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনানী এলাকার সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ ছাড়া একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

রাজধানীর বিভিন্ন এলাকায় ধাপে ধাপে গ্যাস পাইপলাইনের সংস্কারকাজ করা হচ্ছে। তিতাস বলছে, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বনানী এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

আগামীকাল বনানী এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার কারণে যে সাময়িক অসুবিধা হবে, সে জন্য গ্রাহকদের কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে তিতাস।