Thank you for trying Sticky AMP!!

বনানী থেকে ডিবি পরিচয়ে জামায়াত কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ

আবদুর রাফঈ

রাজধানীর বনানী এলাকা থেকে আবদুর রাফঈ নামের এক ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে (ডিবি) তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। ২৫ জানুয়ারি রাফঈকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ তাদের।

রাফঈর স্ত্রী হাজেরা খাতুন প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ২৫ জানুয়ারি অফিস শেষে নিচে নামার পর ডিবি পরিচয়ে সাদা পোশাকে কতিপয় ব্যক্তি তাঁকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর স্বামীর খোঁজে তিনি বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। কিন্তু থানায় তাঁর জিডি নেওয়া হয়নি। পরে মিন্টো রোডে ডিবি অফিসে খোঁজ নেন। কিন্তু তাঁর স্বামীকে আটক করা হয়নি বলে জানানো হয়।

আবদুর রাফঈ জামায়াতে ইসলামীর‍ রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানান তাঁর স্ত্রী।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর থানার কোনো সদস্য আবদুর রাফঈ নামের কাউকে গ্রেপ্তার করেনি। আর রাফঈ নামের কোনো ব্যক্তির নিখোঁজের বিষয়ে কারও জিডি করতে আসার বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন।