Thank you for trying Sticky AMP!!

রাজধানীর খিলক্ষেত, কুড়িল, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে ঢাকা-১৮ আসন

ঢাকা-১৮: ৫৪টি কেন্দ্রে প্রশাসনের সহায়তা চাইলেন স্বতন্ত্র প্রার্থী খসরু

ঢাকা-১৮ আসনে ৫৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রশাসনের সহায়তা চাইলেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরী। তিনি আজ বৃহস্পতিবার এমন দাবি জানিয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন করেন।

রাজধানীর খিলক্ষেত, কুড়িল, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে ঢাকা-১৮ আসন। এই আসন থেকে কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক খসরু চৌধুরী। এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭।

বিভাগীয় কমিশনারকে দেওয়া ওই আবেদনে খসরু চৌধুরী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার স্বার্থে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত ফোর্স প্রদান ও প্রশাসনের হস্তক্ষেপ চান। আবেদনে তিনি বলেন, এই আসনের ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী এস এম তোফাজ্জল হোসেন বিভিন্ন সময় প্রকাশ্যে ও নানা কৌশলে নির্বাচনী জনসভায় তাঁকে ও অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হুমকি দিচ্ছেন। এমনকি তাঁর লোকজন (তোফাজ্জল) নির্বাচনের দিন প্রভাব খাটিয়ে বিভিন্ন কেন্দ্রের ভোট ছিনিয়ে নেওয়ার নীলনকশা ও পরিকল্পনা করছেন।

আসনটিতে  ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী এস এম তোফাজ্জল ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন হাবিব হাসান। তিনি বর্তমান সংসদ সদস্য। এই আসন নিয়ে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হওয়ায় প্রার্থিতা প্রত্যাহার করে নেন তিনি। এখানে জাপার প্রার্থী দলটির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের। ঢাকা জেলা ও মহানগরের ২০টি আসনের মধ্যে শুধু এই আসনে নৌকার প্রার্থী নেই।