Thank you for trying Sticky AMP!!

এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ ভোট উৎসবে শামিল হতে আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ, মিছিল ও মানববন্ধন করে। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ৩০ ডিসেম্বর

ভোটের উৎসবে শামিল হতে আহ্বান জানিয়ে মানববন্ধন

ভোটের অধিকার প্রয়োগ ও সরকারের উন্নয়নকে এগিয়ে নিতে আগামী ৭ জানুয়ারি ভোটের উৎসবে শামিল হতে আহ্বান জানিয়েছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশের ব্যানারে মানববন্ধন হয়েছে। এতে অংশ নেন সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের মাথায় ‘গো ভোট’ লেখা লাল রঙের টুপি ছিল। তাঁরা লিফলেট বিতরণ ও মিছিল করেন।

এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, ‘তরুণ ভোটারদের জন্য অনেক কারণে সঠিক প্রার্থীদের ভোট দেওয়া গুরুত্বপূর্ণ। তাদের ভোটের গুরুত্ব সম্পর্কে অবহিত করতে হবে। উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে।’

এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ ভোট উৎসবে শামিল হতে আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করে। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ৩০ ডিসেম্বর

মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কিউ এম মাহবুব, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাছিম আখতার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া, সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান, উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহরুখ আদনানসহ প্রমুখ। মানববন্ধনে সোনারগাঁও ইউনিভার্সিটি ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।