Thank you for trying Sticky AMP!!

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

পুলিশ-সাংবাদিক মিলে অপরাধমুক্ত সমাজ গড়ব: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশে অপরাধমুক্ত একটি স্মার্ট সমাজ গড়ার জন্য পুলিশের পাশাপাশি সাংবাদিকেরাও কাজ করে যাচ্ছেন। এভাবে পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করে বাংলাদেশে অপরাধমুক্ত একটি স্মার্ট সমাজ গড়ে তুলতে চান।

অপরাধ নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়ে আজ রোববার দুপুরে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘৭ জানুয়ারি দেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার উন্নয়নের আলোড়ন সৃষ্টি করেছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে অপরাধমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে পুলিশ ও সাংবাদিকেরা একসঙ্গে কাজ করে যাবে।’

ঢাকা মহানগর পুলিশের প্রধান আরও বলেন, ‘পুলিশ তার আইনের কাজ করবে। অপরদিকে সাংবাদিকেরা তাদের কলমের শক্তির মাধ্যমে সমাজকে অপরাধমুক্ত করতে পুলিশকে সহযোগিতা করে যাবে। পুলিশ ও সাংবাদিক মিলে কাজ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে যেতে পারব।’

অনুষ্ঠানে ক্র্যাব মিডিয়া অ্যাওয়ার্ড–২০২৩ প্রদান করা হয়। এবার অপরাধবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সেরা প্রতিবেদকের পুরস্কার পেয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমদুল হাসান।