Thank you for trying Sticky AMP!!

হিজড়াদের মধ্যে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়। ঢাকা, ২৪ ডিসেম্বর

হিজড়াদের মধ্যে গণ অধিকার পরিষদের শীতবস্ত্র বিতরণ

হিজড়াদের মধ্যে কম্বল বিতরণ করেছে গণ অধিকার পরিষদ (মশিউজ্জামান-ফারুক)। বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট সড়কে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হিজড়াদের মধ্যে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়।

এ সময় গণ অধিকার পরিষদের সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, ‘হিজড়া সম্প্রদায় জাতির জন্য অভিশাপ নয়, তারা সৃষ্টিকর্তার সৃষ্টি। কিন্তু সমাজব্যবস্থা তাদের ভিন্ন চোখে দেখে, এটা দুঃখজনক।’

ফারুক হাসান আরও বলেন, তাঁদের (হিজড়া) জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যায়নি বলেই তাঁরা নানান কাজে নিজেদের জড়াচ্ছেন। সঠিক কর্মক্ষেত্রের ব্যবস্থা থাকলে তাঁরাও স্বাভাবিক মানুষের মতোই সমাজে বাস করতেন। এটা সরকার ও রাষ্ট্রের ব্যর্থতা।

গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান বলেন, হিজড়াদের স্বাভাবিক জীবন থেকে আলাদা করে ফেলে সমাজ তাঁদের প্রতি জুলুম করছে।

হিজড়া সম্প্রদায়ের দলনেতা কথা আক্তার বলেন, ‘আমরাও মানুষ। কিন্তু সমাজ আমাদের মানুষের চোখে দেখে না। আজ আমরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছি। অথচ আমাদের জন্য সরকার তেমন কিছু করছে না।’