Thank you for trying Sticky AMP!!

আইস ডিটেনশন সেন্টারে করোনাভাইরাস

এলয়ে পালমা কারেকশনাল সেন্টার। ছবি: সংগৃহীত

আমেরিকার অ্যারিজোনায় আইস ডিটেনশন সেন্টারে আটক বন্দীদের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ইমিগ্রেশন ও কাস্টমস কর্মকর্তারা এলয়ে পালমা কারেকশনাল সেন্টারে বন্দী একজন ৪৫ বছর বয়সী গুয়াতেমালার নাগরিককে কোভিড-১৯ পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন।

মানবাধিকার কর্মী কাস্ত্রো-সলিস বলেছেন, করোনাভাইরাস বৈষম্যমূলক আচরণ করে না। আর কারাগার মানেই বন্দীদের বাসস্থান, এটি তো কোনো হাসপাতাল নয়। তিনি আরও বলেন, ‘এই প্রাদুর্ভাব রোধ করার জন্য গভর্নর ডুসির পরিকল্পনা রয়েছে। তবে কারাগারের জন্য কোনো নির্ধারিত পরিকল্পনা নেই।’

ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে যেভাবে স্বাস্থ্যসেবা পরিচালিত হয়, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন কাস্ত্রো-সলিস। তিনি সবচেয়ে ঝুঁকিপূর্ণদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করেছেন।