Thank you for trying Sticky AMP!!

কথা বলতে বলতেই টিকা দেওয়া হয়ে গেল, বললেন তাপস

পুরান ঢাকার মহানগর জেনারেল হাসপাতালে কোভিড-১৯–এর টিকা নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস টিকা নিয়েছেন। আজ রোববার সকালে পুরান ঢাকার মহানগর জেনারেল হাসপাতালে সস্ত্রীক কোভিড-১৯–এর টিকা নিয়েছেন তিনি।

টিকা নেওয়ার পর সাংবাদিকদের তাপস বলেন, ‘খুবই ভালো লাগল। কোনো অসুবিধা হয়নি এবং কোনো ব্যথাও লাগেনি। বোঝাও যায়নি। কথা বলতে বলতেই টিকা প্রদান করা হলো। খুবই সুচারুরূপে আমাদের প্রশিক্ষিত নার্স এই টিকা দিয়েছেন।’

সবাইকে দ্রুত নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘আপনারা সবাই নির্ভয়ে নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করে যথাসময়ে টিকা নিন। এই টিকা নেওয়ার মাধ্যমে আমরা সম্পূর্ণরূপে করোনামুক্ত হতে পারব এবং করোনাকে জয় করব।’

গত বৃহস্পতিবার কোভিড-১৯–এর টিকা গ্রহণের জন্য নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছিলেন তাপস। তিনি বলেন, ‘টিকা নিবন্ধনের বয়স যখন ৪০ বছর থেকে উন্মুক্ত করা হলো, তখন আমি নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করেছি।’

টিকা নেওয়ার পরে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানান মেয়র তাপস।

মহানগর জেনারেল হাসপাতালে গিয়ে সার্ভার ডাউন বলে জেনেছেন মেয়র তাপস। তিনি বলেন, ‘এটা কারিগরি প্রক্রিয়াগত বিষয়। আমাকে পরিচালক বলেছেন, ইনশা আল্লাহ ঠিক হয়ে যাবে। আমি আশা করব যে যত দ্রুত সম্ভব এটি যেন ঠিক হয়ে যায়। কারণ, এরই মাঝে টিকা গ্রহণে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। সবাই ভিড় করছে। সুতরাং, অযথা যেন হয়রানির শিকার না হয়, সেটা লক্ষ রাখা বাঞ্ছনীয়।’

মেয়র তাপস আরও বলেন, ‘যদি এখানে বিলম্ব হয়, তাহলে অন্যত্র যেন টিকাদানের প্রক্রিয়াটা করতে পারি।’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় অন্য যে হাসপাতালগুলো আছে, প্রয়োজন হলে সেখানে যেন অন্যদের স্থানান্তর করা যায়, সে বিষয় দেখার জন্য তিনি পরিচালকসহ সবাইকে নিবেদন করবেন বলে জানান।

পরে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী ও তাঁর সহধর্মিণী কাজী উম্মে সালমা মহানগর জেনারেল হাসপাতালে কোভিড-১৯–এর টিকা নেন।

এ সময় মহানগর জেনারেল হাসপাতালের পরিচালক ডা. প্রকাশ চন্দ্র রায়, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।