Thank you for trying Sticky AMP!!

করোনাভাইরাস মোকাবিলায় স্কুল বন্ধ হচ্ছে না

নিউইয়র্কে করোনাভাইরাস মোকাবিলার জন্য হাসপাতালগুলোতে ১২০০ বেড প্রস্তুত রাখা হয়েছে বলে নিউইয়র্কের মেয়র বিল ব্লাজিও জানিয়েছেন। একই সঙ্গে করোনাভাইরাস আতঙ্কে স্কুল বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি।
২৬ ফেব্রুয়ারি বিল ডি ব্লাজিও জানান, নিউইয়র্কে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন কারও খবর পাওয়া যায়নি। তবে ম্যানহাটনের চায়না টাউন, কুইন্সের ফ্লাশিংসহ চীনা অধ্যুষিত এলাকাগুলোয় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতার পর করোনাভাইরাস নিয়ে আমেরিকায় সতর্কতা ও আতঙ্ক বাড়ছে। এরই মধ্যে স্টক মার্কেটের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আমেরিকার বড় বড় নগরীগুলোর হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। চিকিৎসা সেবায় নিয়োজিত লোকেদের জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব দিয়েছেন। নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর চার্লস শুমার এরই মধ্যে পরিস্থিতি মোকাবিলায় ফেডারেল সরকারকে সাড়ে ৮ বিলিয়ন ডলারের বরাদ্দের আহ্বান জানিয়েছেন।