Thank you for trying Sticky AMP!!

করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫৮৬

করোনাভাইরাস

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ১ হাজার ৫৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে মোট ৫ হাজার ৭৬১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেলেন। মোট সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও ১ হাজার ৫৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৫৭টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১১৯ টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮ টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১.২৩ শতাংশ। নতুন যে ১৪ জন মারা গেছেন তাঁদের মধ্যে ১৩ জন পুরুষ ও একজন নারী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৮.৭২ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।