Thank you for trying Sticky AMP!!

করোনায় দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যানের মৃত্যু

কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন করোনায় মারা গেছেন

করোনাভাইরাসের সংক্রমণে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নুল আবেদীন (৮০) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ২৬ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিব হাসান বলেন, করোনাভাইরাস শনাক্তের পর মো. জয়নুল আবেদীনকে গত ১২ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার তাঁকে আইসিইউতে নেওয়া হয়। আজ সকালে তিনি মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৪০ সালের ১৯ সেপ্টেম্বর জয়নুল আবেদীন জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালের ২ আগস্ট থেকে আমৃত্যু দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে ছিলেন তিনি। ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তাঁর প্রতি সম্মান জানিয়ে ওই নির্বাচনে কেউ বিদ্রোহী কিংবা নির্বাচনে প্রার্থী হতে চাননি।