Thank you for trying Sticky AMP!!

করোনা থেকে মানুষকে বাঁচাতে আরও কঠোর পদক্ষেপ নেব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিসিএস কর্মকর্তাদের বনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস বৈশ্বিক মহামারি হিসেবে দেখা দিয়েছে এবং তাঁর সরকারও সেই ধাক্কা দেখতে পাচ্ছে। মানুষকে বাঁচানোর জন্য সরকার প্রাথমিক কিছু ব্যবস্থা নিলেও ভবিষ্যতে হয়তো আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সরকার সেটা নেবে।

প্রধানমন্ত্রী আজ সকালে বিসিএস কর্মকর্তাদের ছয় মাসব্যাপী ৭১তম বনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশগ্রহণ করেন।

শেখ হাসিনা স্বাস্থ্যবিধি মেনে চলায় গুরুত্বারোপ করে প্রশাসনের নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অন্যরাও যেন সুরক্ষিত থাকে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। আজ যাঁরা দায়িত্ব নিয়ে কর্মস্থলে যাবেন, সেখানেও যেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে, সেদিকে আপনারা দৃষ্টি দেবেন।’ তিনি বলেন, ‘আজ এই সভার মাধ্যমে আমি দেশবাসী সবাইকে বলব, প্রত্যেকে স্বাস্থ্য সুরক্ষা বিধি যাতে মেনে চলে, সেই ব্যবস্থা নেবেন। মানুষের জীবন-জীবিকা চলতে হবে। মানুষকে আমরা কষ্ট দিতে পারি না। কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। সে জন্য সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যেমন মাস্ক পরাটা একান্ত দরকার, অফিস-আদালত বা কাজ থেকে ঘরে ফিরে সবাই একটু গরম পানির ভাপ নেবেন। কারণ, এই ভাইরাস সাইনাসে গিয়ে বাসা বাঁধে। সেটা যেন না পারে, সে জন্য একটু গরম পানির ভাপ নিয়ে নিজেকে সুরক্ষিত রাখতে হবে।’

প্রধানমন্ত্রীর পক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ৭১তম বনিয়াদি কোর্সে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী ব্যক্তিদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এবারের কোর্সে ৩০৭ কর্মকর্তার সবাই কৃতকার্য হয়েছেন। এর মধ্যে ২২৮ জন পুরুষ এবং ৭৯ জন নারী কর্মকর্তা রয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলব। কাজেই যাঁরা সিভিল সার্ভিসে কাজ করেন, তাদের এটাই মনে রাখতে হবে, দেশের মানুষের জন্যই আপনাদের কাজ করতে হবে। ধনী-গরিব, ধর্ম–বর্ণ–দল–মতনির্বিশেষে কোনো ভেদাভেদ না করে মানুষকে মানুষ হিসেবে দেখে, তাদের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে সবাইকে সমান অধিকার দিয়ে কাজ করতে হবে।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও অনুষ্ঠানে বক্তব্য দেন।