Thank you for trying Sticky AMP!!

করোনা মোকাবিলায় সহায়তা দেবে শাওমি

দেশে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সরকারকে ৪০ লাখ টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে শাওমি বাংলাদেশ। এর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ লাখ টাকা দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। আজ বৃহস্পতিবার শাওমির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাওমি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে ব্যবহারের জন্য মাস্ক এবং দুস্থদের জন্য খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে তারা। শাওমির পার্টনাররাও এতে সহযোগিতা করছে।

শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী জানান, অপ্রত্যাশিত এমন সময়ে নিজে এবং অন্যদের নিরাপদ রাখতে নিজেকে ঘরবন্দী রাখা এবং একই সঙ্গে লকডাউনকে পর্যবেক্ষণ করা খুব জরুরি। শাওমি বাংলাদেশের পক্ষ থেকে এই জরুরি পরিস্থিতিতে আমরা চেষ্টা করছি সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।

সাধ্যমতো সহায়তার জন্য শাওমি ভক্তদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে শাওমি কর্তৃপক্ষ।