Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রামে করোনা শনাক্ত কমে ০.৫৩%

করোনাভাইরাস

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আটজনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় জেলায় করোনায় সংক্রমিত একজন মারা গেছেন।

আজ বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৩১৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫০৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৩।

২৪ ঘণ্টায় শনাক্ত আট ব্যক্তির মধ্যে চারজন নগরের। চারজন উপজেলার বাসিন্দা। আর মারা যাওয়া ব্যক্তি নগরের বাসিন্দা।

আগের দিন চট্টগ্রামে ১ হাজার ২৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্ত ১ শতাংশ। এদিন চট্টগ্রামে করোনায় একজন মারা যান।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ১৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় পাঁচজনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্ত ছিল শূন্য দশমিক ৪৩ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় একজন মারা যান।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত প্রথম কোনো ব্যক্তি মারা যান।