Thank you for trying Sticky AMP!!

প্রচলিত উপসর্গ নয়, তবে করোনাই

করোনাভাইরাসের সংক্রমণের এমন কিছু উপসর্গ রয়েছে, যা কোভিড–১৯ রোগের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা উপসর্গের তালিকার মধ্যে পড়ে না। সে এ অর্থে এসব উপসর্গ অপ্রচলিত বা বিরল। সাম্প্রতিক এক গবেষণায় পাওয়া তথ্যের বরাতে গার্ডিয়ান অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকা অনুযায়ী, কোভিড–১৯ রোগের সবচেয়ে সাধারণ উপসর্গগুলো হলো জ্বর, ক্লান্তি ও শুকনো কাশি। এ ছাড়া রয়েছে সর্দি, গলাব্যথা, নাক বন্ধ হওয়া, শরীর ব্যথা, ডায়রিয়া, গন্ধ বা স্বাদহীনতা।
কোভিড–১৯ রোগের উল্লিখিত উপসর্গগুলোর কথা এখন মোটামুটি সবার জানা। কিন্তু এখন এই রোগের এমন কিছু উপসর্গের কথা জানা যাচ্ছে, যা তেমন দেখা যায় না। বিভিন্ন দেশে কোভিড–১৯ রোগে আক্রান্ত রোগীরা তাঁদের পায়ের আঙুলে ফুসকুড়ি বা র‍্যাশের কথা জানিয়েছেন।

উপসর্গ হিসেবে চোখে জ্বালাপোড়ার কথাও জানা গেছে। চোখের পানিতে ভাইরাল কণা পাওয়া গেছে। কোভিড–১৯ রোগের ক্ষেত্রে এ উপসর্গটি খুবই বিরল। চীনে ২১৪ জন রোগীর ওপর করা এক গবেষণায় উঠে এসেছে যে কোভিড–১৯ রোগে আক্রান্ত ব্যক্তিরা মাথাঘোরা বা মাথাব্যথার মতো সমস্যা অনুভব করেছেন।
কিছু রোগী গায়ে শিরশিরে অনুভূতি, শাঁ শাঁ শব্দ শোনা ও ত্বকে জ্বালাপোড়ার অনুভূতির কথা জানিয়েছেন। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট আক্রান্ত ৩৭ লাখ ৫৩ হাজার ৭৮২ জন। মারা গেছে ২ লাখ ৬৩ হাজার ৭৮৫ জন।