Thank you for trying Sticky AMP!!

ফরিদপুরে করোনায় আ.লীগ নেতা মাহাবুবুরের মৃত্যু

আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান খান

ফরিদপুরে করোনাভাইরাসের সংক্রমণে আওয়ামী লীগের নেতা মাহাবুবুর রহমান খানের (৬৪) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
জ্বর-সর্দিসহ করোনাভাইরাসে সংক্রমণের বিভিন্ন উপসর্গ নিয়ে গত ১৭ আগস্ট মাহাবুবুর রহমান ঢাকায় যান। সেখানে নমুনা পরীক্ষা করে তাঁর করোনা পজিটিভ ফল আসে। গত ২৫ আগস্ট তিনি ঢাকার হাসপাতালে ভর্তি হন।

মাহাবুবুর রহমান খান ফরিদপুর শহরের আলীপুর মহল্লার বাসিন্দা। তিনি ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৬ সালে তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। জেলা আবাহনী ক্রীড়া চক্রের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ফরিদপুর চেম্বার অব কমার্স, ফরিদপুর ডায়াবেটিক সমিতি হাসপাতালসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁকে ফরিদপুরের আলিপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।