Thank you for trying Sticky AMP!!

মাস্ক ছাড়া ঢোকা যাবে না ঢাবি ক্যাম্পাসে

ঢাকা বিশ্ববিদ্যালয়

আগামীকাল শুক্রবার থেকে মাস্ক পরা ছাড়া কাউকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী৷ এ ছাড়া সন্ধ্যা ছয়টার পর ক্যাম্পাসে বহিরাগতরা অকারণে প্রবেশ করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি৷

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে জানালেন প্রক্টর৷ এই সিদ্ধান্ত কার্যকর করতে ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে টহল থাকবে৷

করোনার কারণে গত মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ আছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো মাঝখানে কিছুদিন বন্ধ থাকলেও এখন খোলা আছে৷