Thank you for trying Sticky AMP!!

লন্ডন থেকে এলেই বাধ্যতামূলক কোয়ারেন্টিন

সচিবালয়ে আজ মন্ত্রিসভার বৈঠক

করোনাভাইরাসের সংক্রমণের কারণে লন্ডন থেকে যাঁরাই আসবেন, তাঁদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ঢাকার আশকোনার হজ ক্যাম্প ও দিয়াবাড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা আছে। এর পাশাপাশি কিছু হোটেলও ঠিক করা থাকবে। সিলেটেও স্থানীয়ভাবে ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে আজ রাতে একটি সভা আছে। সেখানেই একটি যৌক্তিক সময় দিয়ে এ বিষয় জানিয়ে দেওয়া হবে কবে থেকে তা কার্যকর হবে।

এ ছাড়া ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত আজকের বৈঠকে কয়েকটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।