Thank you for trying Sticky AMP!!

৫৫ বছরের বেশি বয়সীরা আগে টিকা পাবেন: পররাষ্ট্রসচিব

রোহিঙ্গা আশ্রয়শিবির।

৫৫ বছরের বেশি বয়সীদের মাধ্যমে রোহিঙ্গাদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করবে সরকার। পরে ধাপে ধাপে বয়সের সীমা নামিয়ে অন্য রোহিঙ্গাদেরও করোনার টিকা দেওয়া হবে। কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের যে টিকা দেওয়া হবে, একই ধরনের টিকা পাবে রোহিঙ্গারাও। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আজ মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে এসব তথ্য জানিয়েছেন।

মাসুদ বিন মোমেন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে প্রাথমিক আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা শিবিরে যেসব রোহিঙ্গা রয়েছে, সারাক্ষণই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাদের যাতায়াত হয়। কাজেই স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে হলে রোহিঙ্গাদের টিকা দেওয়াটা জরুরি।

রোহিঙ্গাদের কোন ধরনের করোনার টিকা দেওয়া হবে জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের যেগুলো আছে, তা থেকে দেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না।

কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া টিকার সংরক্ষণে কিছুটা জটিলতা রয়েছে। সে তুলনায় সিনোফার্মেরগুলো রক্ষণাবেক্ষণ করা সহজ। তবে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা যে টিকা পাবেন, রোহিঙ্গাদেরও একই ধরনের টিকা দেওয়া হবে।’