Thank you for trying Sticky AMP!!

দেশে ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যাননি। আগের দিন নয়জনের করোনা শনাক্ত হয়। সেদিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৫৩। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪২।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা জেলার ৯ জন রয়েছেন। এ ছাড়া বাকিদের মধ্যে একজন চট্টগ্রাম জেলা ও তিনজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২০৪ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ১১৬ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন।

চলতি মাসে এ পর্যন্ত করোনায় একজনের মৃত্যু হয়েছে। আর শনাক্তের হার সব সময় ১ শতাংশের নিচে রয়েছে। এ পরিস্থিতিকে ‘বিচ্ছিন্ন সংক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেন জনস্বাস্থ্যবিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, শনাক্তের হার ১ শতাংশের নিচে। এটা একটা স্বস্তির দিক। তবে করোনার স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার কোনো বিকল্প নেই। বিশেষ করে হাসপাতালগুলোয় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।