Thank you for trying Sticky AMP!!

১৮ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত) ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যাননি।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগের দিন ১১ জনের করোনা শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল একজনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮১। আগের দিন এ হার ছিল শূন্য দশমিক ৭২।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৬ হাজার ৫৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৮৩০ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৩৩ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।