Thank you for trying Sticky AMP!!

২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

করোনা রোগী শনাক্ত হচ্ছে

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এসব ব্যক্তির সবাই ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতাল ও কেন্দ্রে করোনার নমুনা পরীক্ষা করিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এর আগের দিন ১২ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেদিনও কারও মৃত্যু হয়নি।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৩৮। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪৭।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৩৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৭৬৫ জন। করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।