Thank you for trying Sticky AMP!!

করোনায় মৃত্যু ২ জনের, শনাক্ত ২২০

করোনায় স্বজনহারা হয়েছেন বহু মানুষ

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনা সংক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ২২০ জনের। আগের দিনও করোনায় দুজনের মৃত্যু হয়েছিল। রোগী শনাক্ত হয়েছিল ২৫৩ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৫ দশমিক ৫৬। আগের দিন এ হার ছিল ৫ দশমিক শূন্য ৬। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন রাজশাহীর ও আরেকজন খুলনা বিভাগের।

এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৭ হাজার ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৭ হাজার ৩০৭ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৩০৪ জন।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে।