Thank you for trying Sticky AMP!!

২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

করোনা শনাক্ত

সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। গত দিন ১২ জনের করোনা শনাক্ত হয়েছিল। সেদিনও করোনায় কেউ মারা যাননি।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৬৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৪।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ৭ জনই ঢাকার। বাকি দুজনের মধ্যে একজন কক্সবাজারের ও অপরজন জয়পুরহাটের বাসিন্দা।

এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৬০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৭৪ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৪ হাজার ২৪২ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪৩ জন।

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চ মাসে। ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের। করোনার সংক্রমণ শুরুর পর কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। আর গত জানুয়ারি মাসে শনাক্তের সংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন।