Thank you for trying Sticky AMP!!

করোনা শনাক্ত ৫ শতাংশের নিচে নামল

করোনাভাইরাস

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩৯ জনের। আগের দিনও করোনায় একজনের মৃত্যু হয়। আর আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১২৪ জনের।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৪৪। আগের দিন শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৯।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৯১৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪১৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় যাঁর মৃত্যু হয়েছে, তিনি ঢাকা বিভাগের বাসিন্দা।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে করোনার অমিক্রন ধরনের দাপট চলে। পরে ধীরে ধীরে তা কমতে থাকে।