Thank you for trying Sticky AMP!!

আইজিপির নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

মো. টিপু মিয়া

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নাম ভাঙিয়ে টাকাপয়সা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার পুরানা পল্টন লাইন এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. টিপু মিয়া (৩৫)। তিনি একটি প্রতারক চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, টিপু মিয়া বাংলাদেশ পুলিশের লোগো ব্যবহার করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি পাঠাতেন। চিঠিতে আইজিপি বা পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম লিখে নিজেই স্বাক্ষর দিতেন। পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট ছাপানোর নাম করে এই টাকাটা তোলা হতো।

জিজ্ঞাসাবাদে টিপু মিয়া পুলিশকে জানিয়েছেন, তিনি উচ্চমাধ্যমিক পাস ও টিএম ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে চিঠিপত্র দেওয়া নেওয়ার কাজ করতেন। তখনই তিনি এই প্রতারণার কৌশল রপ্ত করেন। ডিবির (উত্তর) উপপুলিশ কমিশনার মশিউর রহমানের নেতৃত্বে টিপুকে গ্রেপ্তার করা হয়।