Thank you for trying Sticky AMP!!

আজীজ মোহাম্মদ ভাইয়ের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ, দুজন আটক

আজীজ মোহাম্মদ ভাই

রাজধানীর গুলশান দুই নম্বর এলাকায় আজীজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে মদের কারখানার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার বিকেলে অভিযান চালানোর সময় কারখানাটির সন্ধান পাওয়া যায়।

এ ঘটনায় পারভেজ আহমেদ ও নবীন নামে দুজনকে আটক করা হয়েছে। তাঁরা ওই কারখানা পরিচালনা করতেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোর রমনা অঞ্চলের পরিদর্শক এ কে এম কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। সেখানে মদের কারখানার সন্ধান পাওয়া গেছে। ওই বাসা থেকে ৬০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, দুটি জুয়ার বোর্ড, পাঁচ কেজি সিসা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই বাসা থেকে দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় আজীজ মোহাম্মদ ভাই ওই বাসায় ছিলেন না। তিনি বিদেশে বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। রোববার সন্ধ্যা সাতটায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অভিযান চলছিল।