Thank you for trying Sticky AMP!!

আ.লীগ নেতার বিরুদ্ধে মা ও ভাইকে বাড়িছাড়া করার অভিযোগ

লালমনিরহাট জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমিদুল ইসলামের বিরুদ্ধে মা ও ভাইকে মারধর করে বাড়িছাড়ার করার অভিযোগ উঠেছে। আজ সোমবার লালমনিরহাট শহরে এক সংবাদ সম্মেলনে তাঁর মা আনোয়ারা বেগম ও ছোট ভাই তাজবিরুল ইসলাম এ অভিযোগ করেন।

মায়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তাজবিরুল ইসলাম। এতে বলা হয়, ‘বড় ছেলে তাহমিদুল ইসলাম পারিবারিক সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার জন্য দীর্ঘদিন থেকে নানা অপতৎপরতায় লিপ্ত আছে। সে তার সহযোগীদের নিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টিসহ নানা অত্যাচার ও জুলুম চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় আজ সকালে তাহমিদুল ১০-১২ জনকে নিয়ে আমার (আনোয়ারা বেগম) ও ছোট ছেলে তাজবিরুলের ওপর চড়াও হয়। তারা বাড়ির আশপাশের ১৮টি সুপারিগাছ, ৪টি আমগাছ ও ২টি লিচুগাছ কেটে ফেলে। বাধা দিলে তাজবিরুল ও তার স্ত্রী খাদিজাতুল কোবরাকে মারপিট করা হয়। তাহমিদুলের ক্ষমতার দাপটে তার অন্যায় কার্যকলাপে কেউ বাধা দেওয়ার সাহস পায় না।’

সংবাদ সম্মেলনে তাজবিরুল ইসলাম বলেন, ‘প্রতিবাদ করলে তাহমিদুল মাকে গালাগালি ও লাঞ্ছিত করে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, আমার সরকার এখন ক্ষমতায় আছে। তোমরা আমার কিছুই করতে পারবা না।’

আনোয়ারা বেগম জানান, বড় ছেলের অত্যাচারের প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও লালমনিরহাট সদর থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে হস্তক্ষেপের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানান।

এসব অভিযোগ অস্বীকার করে তাহমিদুল ইসলাম আজ রাতে প্রথম আলোকে বলেন, ‘বাড়ির রাস্তা নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বিবাদ রয়েছে। এ বিষয়ে সকালে ছোট ভাই ও তাঁর স্ত্রী আমাকে গালাগাল করেছেন এবং দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।’

পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, আনোয়ারা বেগমের অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতার দাপটে সন্তান তাঁর মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, এমন অভিযোগ হালকা করে দেখার মতো নয়।