Thank you for trying Sticky AMP!!

কক্সবাজারে আড়াই কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই

খালি ট্রাকে করে ইয়াবা পাচারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে সোমবার ভোরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার বারবাগপুর গ্রামের তারেক হোসেন (২৭) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ দীঘং গ্রামের শরিফুল ইসলাম (৩৫)। কক্সবাজার শহরতলির লিংক রোড এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫ কক্সবাজারের উপপরিচালক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, টেকনাফ থেকে একটি খালি ট্রাকের তেলের ট্যাংকে বিশেষ কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে যশোরে পাচার করা হচ্ছিল। এর আগেও একই কৌশলে ওই দুই ব্যক্তি টেকনাফ থেকে যশোরে ইয়াবা পাচার করেছেন বলে জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে স্বীকার করেছেন।

গ্রেপ্তার দুজনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।