Thank you for trying Sticky AMP!!

কম্বলের ভেতর ইয়াবা, ডাক বিভাগের চারজন আটক

ইয়াবার ফাইল ছবি

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ হাজার ৩৫৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাক বিভাগের চারজন কর্মচারীকে আটক করা হয়েছে।

এই চার কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের ইনল্যান্ড কনটেইনার ডিপোর কাস্টমস উপকমিশনার এনামুল হক। তবে এই চারজনের নাম প্রকাশ করেননি তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গাজীপুর থেকে একটি পার্সেল কাপড়ের ব্যাগে করে সৌদি আরবে পাঠানো হচ্ছিল ইয়াবাগুলো। পার্সেলটি গুলিস্তানের জিপিও অফিস হয়ে বিমানবন্দরের পোস্ট অফিসে আসে। আজ সকাল সাড়ে সাতটায় এই পার্সেল সিভিল অ্যাভিয়েশনের ৮ নম্বর গেটে স্ক্রিনিং হচ্ছিল। এ সময় কম্বলের ভেতর ২ হাজার ৩৫৫টি ইয়াবার সন্ধান পাওয়া যায়।

জানা গেছে, ডাক বিভাগ হয়ে পার্সেলটি আসার কারণে ডাক বিভাগের ওই চার কর্মচারীকে আটক করা হয়েছে।