Thank you for trying Sticky AMP!!

করোনাভাইরাস নিয়ে গুজব, আটক ১

ছবি: রয়টার্স

ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে চট্টগ্রাম বোয়ালখালী থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এ বি এম রেজা নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নিজের ফেসবুকে বোয়ালখালীতে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে দাবি করে স্ট্যাটাস দেন রেজা। কিন্তু চট্টগ্রামে এখন পর্যন্ত কয়েকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলেও করোনায় আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। তাই ওই ব্যক্তির স্ট্যাটাসটি স্ক্রিনশট আকারে ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনেকে এমন গুজব ছড়ানোর জন্য তাঁকে আইনের আওতায় আনার দাবি জানান। বিষয়টি বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আছিয়া খাতুনের নজরে এলে তিনি পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।

ইউএনও প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে পুলিশ তাঁকে নিশ্চিত করেছেন। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেয়ামত উল্লাহ প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় রেজাকে আটক করা হয়েছে। তাঁর বিস্তারিত ঠিকানা খুঁজে বের করা হচ্ছে।