Thank you for trying Sticky AMP!!

করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী ও তাঁর পরিবারের সদস্যদের পেট্রল দিয়ে পুড়িয়ে মারার হুমকি

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

চট্টগ্রামের পটিয়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত এক স্বাস্থ্যকর্মী ও তাঁর পরিবারের সদস্যদের প্রতিবেশীরা পেট্রল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইমারজেন্সি অ্যাটেনডেন্স পদে কর্মরত।

গত শনিবার রাতেই পটিয়া পৌরসভার দক্ষিণ গৌবিন্দারখীল এলাকায় এই ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদ। তিনি বলেন, হুমকির বিষয়টি ওই কর্মী তাঁকে জানিয়েছেন। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনও ও থানার ওসি জানানো হয়েছে।

হুমকির বিষয়ে ওই স্বাস্থ্যকর্মী গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, করোনা শনাক্ত হওয়ার খবর জানার পর থেকে তিনি বাড়িতে 'আইসোলেশনে' আছেন। কিন্তু গত শনিবার রাত আটটার দিকে পাশের দুটি বাড়ির লোকজন তাঁর বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি করতে থাকে। একপর্যায়ে তাঁরা বলেন, বাড়ি থেকে পরিবারের কেউ বের হলে পেট্রল দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। অথচ করোনার ফল আসার পর থেকে তাঁরা কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না।