Thank you for trying Sticky AMP!!

কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুর, গয়না লুট

কুষ্টিয়া শহরের থানাপাড়া সর্বজনীন পূজা মন্দিরে কালী প্রতিমা ভাঙচুর ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে মন্দিরের পাশে পুলিশ ক্লাব থাকার পরও এ ধরনের ঘটনা ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে শত্রুতাবসত কেউ এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালাচ্ছে। মন্দিরে কোনো সিসি ক্যামেরা নেই। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

থানাপাড়া সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি বিশ্বনাথ সাহা বিশু সাংবাদিকদের বলেন, গতকাল রাতে দুর্বৃত্তরা মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর ও প্রতিমার গায়ে পরানো কিছু স্বর্ণের গয়না লুট করেছেন। আজ সকালে মন্দিরের মূল ফটকের তালা খোলা দেখতে পাওয়া যায়। ভেতরে ঢুকে দেখা যায়, লক্ষ্মী প্রতিমা মেঝেতে পড়ে আছে। কালি প্রতিমার হাত ভাঙা। এ ছাড়া কালি প্রতিমার গায়ে পরানো কিছু সোনার গয়না নেই। বিষয়টি তাৎক্ষণিক কুষ্টিয়া মডেল থানা-পুলিশকে জানানো হয়। মন্দিরের পাশেই পুলিশ ক্লাব থাকার পরও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটল।