Thank you for trying Sticky AMP!!

কেরানীগঞ্জে তৈরি হচ্ছিল নকল সেনসোডেইন টুথপেস্ট, ডাবর তেল ও মুভসহ নানা 'বিদেশি' প্রসাধনী

ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের নকল প্রসাধনসামগ্রীর পাঁচটি কারখানায় অভিযান চালায় র‍্যাব-১০ ও বিএসটিআই। সোমবার র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসব কারখানায় তৈরি হতো নকল সেনসোডাইন টুথপেস্ট, ডাবর তেল, ভিকো টারমেরিক, কিউট নারকেল তেল, ভাটিকা নারকেল তেল, মুভসহ নানা পণ্য। নকল প্রসাধনী তৈরির দায়ে দুজনকে দুই বছর করে এবং পাঁচজনকে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। মোট ১৪ লাখ টাকা জরিমানা করে পাঁচটি ভুয়া প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়। জব্দ করা হয় প্রায় এক কোটি টাকা মূল্যের নকল পণ্য।

এই কারখানায় তৈরি হতো সেনসোডাইন টুথপেস্ট ও ত্বকের ক্রিম।
কারখানায় তৈরি হওয়া নানা নকল পণ্য বাজারজাত করার জন্য তৈরি ছিল।
ব্যথানাশক মলম হিসেবে ভারত ও বাংলাদেশে মুভ বেশ জনপ্রিয়। সেই মুভেরও নকল হচ্ছে এসব কারখানায়।
টিউবে ভরার জন্য প্রস্তুত নকল সেনসোডাইন টুথপেস্ট।
দেখতেই বিদেশি পণ্যের বোতল। ভেতরে ভরা হয় অস্বাস্থ্যকর উপাদান।
বিভিন্ন নামী ব্র্যান্ডের নামে বাজারে যাচ্ছে এই অস্বাস্থ্যকর তেল।
বস্তাভর্তি ভিকো টারমেরিক। কিন্তু সবই নকল ।