Thank you for trying Sticky AMP!!

কোয়ারেন্টিন না মেনে বিয়ের আয়োজন, জরিমানা

প্রতীকী ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দুবাইফেরত এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ‘হোম কোয়ারেন্টিন’–এ না থেকে নিজের বিয়ের আয়োজনে অংশ নেওয়ায় তাঁকে এই জরিমানা করা হয়।

আজ শুক্রবার বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একই আদালত উপজেলার একটি ওরস অনুষ্ঠান বন্ধ করে দিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে আয়োজক পক্ষকে।

বোয়ালখালী ইউএনও আছিয়া খাতুন বলেন, ওই যুবক এক সপ্তাহ আগে দেশে আসেন। কয়েক দিন পর তাঁর বিয়ের মূল অনুষ্ঠান। তিনি হোম কোয়ারেন্টিন বিধি না মেনে এই আয়োজনে অংশ নিয়েছেন। বাইরে ঘোরাফেরা করছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, শুক্রবার একই ভ্রাম্যমাণ আদালত উপজেলার সারোয়াতলী এলাকায় একটি মাজারের অনুষ্ঠান বন্ধ করে আয়োজক পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। বার্ষিক ওরস উপলক্ষে আজ রাতে সেখানে সহস্রাধিক লোকের খাওয়ার কথা ছিল।