Thank you for trying Sticky AMP!!

খাগড়াছড়িতে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

আদালত

খাগড়াছড়িতে এক ব্যক্তিকে হত্যার দায়ে মো. এনামুল হক (৪২) ওরফে সাইফুরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এই রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৭ অক্টোবর মোটরসাইকেল কিনে দেওয়ার কথা বলে খাগড়াছড়ির গুইমারা থেকে আনোয়ার হোসেনকে চট্টগ্রামের বারৈয়ারহাটে নিয়ে যান আসামি এনামুল হক। পরে আনোয়ারের কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে তাঁকে হত্যা করেন। ঘটনার পরের দিন সীতাকুণ্ডের বদরকালির এলাকার একটি ডোবা থেকে আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মোশারফ হোসেন বাদী হয়ে এনামুলকে আসামি করে গুইমারা থানায় মামলা করেন।

খাগড়াছড়ির সরকারি কৌঁসুলি বিধান কানুনগো বলেন, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর অভিযোগপত্র দেওয়ার পর রাষ্ট্রপক্ষ ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে। আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন সাজার রায় দেন।