Thank you for trying Sticky AMP!!

খাবারের ওপর ছত্রাক পোকামাকড়!

অস্বাস্থ্যকর পরিবেশে পোকামাকড় এবং ছত্রাক পড়া পচা ও বাসি খাবার সংরক্ষণ করার অপরাধে দুটি রেস্টুরেন্টকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার দুপুরে কিশোরগঞ্জের তাড়াইল বাজারে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন জানান, বাজার তদারকির অংশ হিসেবে জেলা পুলিশের সহযোগিতায় তাড়াইল বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পোকামাকড় এবং ছত্রাক পড়া পচা ও বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে রানা রেস্টুরেন্ট ও মায়ের দোয়া রেস্টুরেন্টের মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় জব্দ করা খাবার জনসাধারণের উপস্থিতিতে ধ্বংস করা হয়।