Thank you for trying Sticky AMP!!

গাজীপুরে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

প্রতীকী ছবি

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। র‍্যাবের দাবি, নিহত যুবক মাদক ব্যবসায়ী।

নিহত যুবকের নাম নুরুল হক (২৬)। তাঁর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বন্দুকযুদ্ধের তথ্যের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টেকনাফ থেকে ঢাকায় ইয়াবার একটি বড় চালান গতকাল রাতে গাজীপুরের কাশিমপুর হয়ে পাচার হবে— এমন খবর পেয়ে কাশিমপুরে একটি তল্লাশিচৌকি বসানো হয়। তল্লাশিচৌকিতে তল্লাশির সময় রাত একটার দিকে একটি ট্রাক থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। তখন ওই যুবক গুলিবিদ্ধ হয়ে ট্রাক থেকে মাটিতে পড়ে যান। তাঁর অন্য সহযোগীরা ট্রাক ফেলে পালিয়ে যায়।
কোম্পানি কমান্ডার জানান, ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ট্রাকে তল্লাশি চালিয়ে ১ লাখ ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ১০ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে।