Thank you for trying Sticky AMP!!

গ্রাহকের ৭ কোটি আত্মসাৎ, ঢাকা ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

গোলাম সাঈদ রাশেব

ঢাকা ব্যাংকের ফেনী শাখার গ্রাহকদের ৭ কোটি ৮ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ব্যাংকটির প্রিন্সিপাল অফিসার গোলাম সাঈদ রাশেবকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক বলছে, ২০১৮ সালের জুন থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ঢাকা ব্যাংকের ফেনি শাখায় কাজ করার সময় ৩৮ জন গ্রাহকের হিসাব থেকে বিভিন্ন ব্যক্তির হিসাবে টাকা স্থানান্তর করেন। পরে পরস্পর যোগসাজশে ওই টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন।

এই ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপক আক্তার হোসেন ফেনি সদর থানায় গোলাম সাঈদ রাশেব ও ওই ব্যাংকের ক্যাশিয়ার আবদুর সামাদকে আসামি করে মামলা করেন।