Thank you for trying Sticky AMP!!

চাঁদা না পেয়ে মাছের খামারে হামলার অভিযোগ

নরসিংদী সদরের শীলমান্দীতে আজ শুক্রবার দুপুরে মাছের একটি খামারে হামলার ঘটনা ঘটেছে। চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে বলে খামারের মালিক দাবি করেন।

খামারটির নাম সোনালী মৎস্য খামার। খামারটির ভাড়া নেওয়া মালিক আল মামুন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

আসামিরা হলেন দক্ষিণ শীলমান্দী গ্রামের সোহরাব, ছাত্তার, রেজাউল, মমিন, আলী, ইয়াছিন, ইসমাইল, তাজু ও কারুল। তাঁরা স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ১০০ বিঘা জমি ভাড়া নিয়ে দেড় বছর ধরে মাছ চাষ করছেন আল মামুন। গতকাল বৃহস্পতিবার সকালে সোহরাব ও তাঁর বাহিনী আল মামুনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চায়। চাঁদা না দেওয়ায় আজ বেলা ১১টায় ওই ৯ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ৩টি ঘর, ৩৫টি জাল পুড়িয়ে দেয়। এ সময় চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে খামারের ৮টি ডিঙি নৌকা নষ্ট করাসহ মাছ ধরে নিয়ে যান।

আল মামুন দাবি করেন, এই হামলা ও ভাঙচুরের ঘটনায় তাঁর প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবু তাহের বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’